Description
যা আপনার কুকুর বিড়াল এর গায়ে থাকা উকুন দূর করে এবং দীর্ঘ সময় ধরে প্রতিরক্ষা বলয় তৈরি করে আর যার ফলে আপনার কুকুর বিড়াল দীর্ঘমেয়াদী উকুন এর উপদ্রব থেকে দূরে থাকে।
চিকিৎসা ও সুরক্ষাঃ
১.প্রতিমাসে দিলে ব্রাউন টিকস নিয়ন্ত্রনে থাকে।
২.প্রতি তিন সপ্তাহে দিলে প্যারালাইসিস টিকস নিয়ন্ত্রনে থাকে
৩.প্রতি ৪-১২ সপ্তাহে দিলে সকল প্রাপ্তবয়স্ক টিকস নিয়ন্ত্রনে থাকে।
ব্যবহারের নিয়মঃ
১.ফ্রন্টলাইন স্প্রে ইউজ করার ২৪-৪৮ ঘন্টা পুর্বে আপনার কুকুর বিড়ালকে কোট রিলেটেড নরমাল শ্যাম্পু দিয়ে গোসল করাতে হবে(মানুষের শ্যাম্পু নয়)এবং উকুন নাশক শ্যাম্পুও নয়।
২.ব্যবহারের আগে পুরো গা চিরুনি অথবা হাত দিয়ে আঁচড়ে নিতে হবে।
৩. ৫টি ভাগে ভাগ করে পুরো গায়ে দিতে হবে (পায়ের বা পাশ,পায়ের ডান পাশ,পিঠ থেকে লেজ,মুখ ও মাথা(চোখ ঢেকে নিতে হবে),বুক-পেট ও পায়ের চিপায়)
৪. ২.২ পাউন্ড বা ১ কেজি ওজনে বড়জোর ৩ বার স্প্রে করতে হবে।
৫.ফ্রন্টলাইন স্প্রে ব্যবহারের ৪৮ ঘন্টা পর কোনরকম শ্যাম্পু ছাড়াই নরমাল টেম্পারেচারের পানি দিয়ে গোসল দিতে হবে ।
বিশেষ সতর্কবানীঃ
১.৮ সপ্তাহের নিচে কোন কুকুর বিড়াল এর গায়ে ফ্রন্টলাইন স্প্রে ব্যবহার করা যাবেনা।
২.ফ্রন্টলাইন স্প্রে দাহ্য সুতরাং স্প্রে দেয়ার পর কুকুর বিড়ালকে অবশ্যঅই আগুন অথবা গরম স্থান থেকে দূরে রাখতে হবে।
৩.মানুষের গায়ে অথবা জামায় পড়লে অবশ্যই সাথে সাথে সেই স্থান ধুয়ে ফেলতে হবে জামায় পড়লে বিশ মিনিট ভিজিয়ে তারপর জামা ধুয়ে ফেলতা হবে।
৪.অবশ্যই হাতে রাবারের গ্লাভস পড়ে তারপর স্প্রে করতে হবে।
৫.ফ্রন্টলাইন স্প্রে ব্যবহার করার মিনিমাম ১৫-৩০ মিনিট বিড়াল বা কুকুরকে গা চাটা থেকে বিরত রাখতে হবে ১৫-৩০ মিনিটের পর গা চাটলে কোন সমস্যা হবে না।
৬.কুকুর বিড়ালের চোখ ঢেকে নিতে হবে অথবা সুতি কাপড়ে স্প্রে করে মাথায় মুখের নিচ অংশে দেয়া যাবে।
Reviews
There are no reviews yet.